অনুমোদনহীন ৫৯টি (আইপি টিভি) ইন্টারনেট প্রটোকল বন্ধের সিদ্ধান্ত চুড়ান্ত করেছে: বিটিআরসি 350 0
অনুমোদনহীন ৫৯টি (আইপি টিভি) ইন্টারনেট প্রটোকল বন্ধের সিদ্ধান্ত চুড়ান্ত করেছে: বিটিআরসি
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরী কমিশন (বিটিআরসি) গতকাল বৃহস্পতিবার এক মিটিংয়ে আইপি টিভি‘র ইন্টানেট ভিত্তিক সম্প্রচার বন্ধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ।তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।এ সংক্রান্ত বিষয়ে পরিপত্র জারির পর সম্প্রচার নীতি অমান্য করে অনিবন্ধিত আইপি টিভি পরিচালনা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে । বিটিআরসি জানায়, সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ডোমেইন কিনে বা ফেসবুক ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে জনগণকে আইপি টিভি দেখাচ্ছে। অথচ তাদের কোনও বৈধ অনুমোদন নেই। অনুমোদন ছাড়া এসব সম্প্রচার অনৈতিক এবং টেলিযোগাযোগ আইনের লঙ্ঘন। যেসব আইপি টিভি বন্ধ করা হয়েছে, তাদের কার্যক্রমের সঙ্গে বিটিআরসির আইপিভিত্তিক ডাটা সার্ভিসের জন্য অনুমোদনপ্রাপ্ত আইএসপি প্রতিষ্ঠানগুলোর কোনও সংশ্লিষ্টতা নেই।
প্রসঙ্গত, টেলিভিশনে প্রচারিত কনটেন্ট আইপি নেটওয়ার্ক ব্যবহার করে সম্প্রচার করার প্রক্রিয়া হলো আইপি টিভি। বিটিআরসি শুধু লাইসেন্সধারী আইএসপি প্রতিষ্ঠানগুলোকে আইপিভিত্তিক ডাটা সার্ভিসের (স্ট্রিমিং সার্ভিস, আইপি টিভি, ভিডিও অন ডিমান্ড) অনুমোদন দিয়ে থাকে।
বন্ধ হওয়া আইপি টিভি‘র নামের তালিকা নিম্নে দেয়া হলো-
জাগোবিডি, বাংলা২১ টিভি, মিলেনিয়াম টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, এটিএন মিউজিক, টাইম টেলিভিশন, লাইভ২ওয়েভ টিভি, বরেন্দ্র টিভি, রং টিভি, এটিএন ইসলামিক টিভি, মুভি বাংলা টিভি,টাইমস২৪ টিভি, প্রবাসী টিভি,আরটিভি মিউজিক, টোটাল ক্যাবল, নকশী টিভি, জয় টিভি, বী আইপি টিভি, প্যানাভিশন টিভি, চ্যানেল এস বিডি,এনআরবি টিভি, ৭১ বাংলা টিভি, টিভি ওয়ান ইউকে,আইওএন টিভি ইউকে, দাওয়াহ টিভি, ম্যাজিক বাংলা টিভি, মাদানী বাংলা, ইকরা বাংলা টিভি, ডিজি বাংলা টিভি, মাই সিনেমা, রোয়াল টিভি, আলিফ টিভি, জন্মভূমি টিভি, এবি টিভি ইউএসএ, জয়যাত্রা টিভি, কিউ টিভি, কুমিল্লা২৪,কালারশিপ টিভি,হারনেট টিভি, নারী টিভি, আল্পনা টিভি, আযান টিভি, গ্লোবাল বাংলা টিভি, ঢাকা টিভি, এনটিভি বাংলা, চ্যানেল টি ওয়ান, জাগরণী টিভি, এনএএন টিভি, এমবি টিভি, স্বপ্ন টিভি, মুভি ২, বিশ্ব বাংলা২৪,আরএনএন টিভি, ফ্ল্যাশ টিভি, চ্যানেল এইচ, সিটি টিভি, ঝংকার টিভি এবং টিভি৭।